নিউজ ডেস্ক - গত দুইমাসে সোনার দাম হাতের মধ্যেও থাকলেও, মার্চে গরমের পারদ বাড়ার সাথে সহতে বাড়ছে সোনার দামও । গত সপ্তাহতে রেকর্ড দাম ছুঁয়েছে সোনার দাম। রবিবার অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ, সোমবার সপ্তাহের শুরুতে কিছুটা কমল সোনার দাম এবং আর সাথে কমেছে রুপোর দামও।
সোমবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,০৭৪ টাকা।১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০,৭৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৬২৬ টাকা।১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬,২৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে সোনার দাম।
২২ ক্যারেট, ২৪ ক্যারেটের মতোই ১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৪,৯৬৯ টাকা।১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯,৬৯০ টাকা।
সোনার মতোই রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭,৫৬০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৫,৬০০ টাকা।
