নিউজ ডেস্ক: একসময় রূপোলী পর্দায় স্ক্রীন শেয়ার করতে দেখা যেত দুই অভিনেত্রীকে। কিন্তু এখন সেসব অতীত। পর্দার সহকর্মীর মধ্যে এখন মুখোমুখি সংঘাত। নেপথ্যে লোকসভা নির্বাচন। ভোট ময়দানে দুই অভিনেত্রী যুযুধান দুই পক্ষ।
একজন রাজনীতিতে সদ্য হাতেখড়ি হওয়া বাংলা রিয়েলিটি শোয়ের 'দিদি নম্বর ওয়ান' তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায় আর একজন বিজেপির অন্যতম নেত্রী তথা হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়, প্রতিপক্ষ সদ্য রাজনীতিতে পা দেওয়া তৃণমূলের রচনা বন্দোপাধ্যায়।
ইতিমধ্যেই প্রচার জোরকদমে প্রচার শুরু করেছেন দুই নেত্রীইপ্রচারের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। প্রচারে বেরিয়েই বিদায়ী সাংসদ লকেটকে নিশানা করেছেন রচনা বন্দোপাধ্যায়। বিদায়ি সাংসদ নাকি পাঁচ বছরে এলাকায় কিছুই করেননি, শুধু ভোটের সময় প্রচারে দেখা যাচ্ছে। এমনই অভিযোগ তুলতে দেখা গিয়েছে রচনাকে।
পাল্টা অভিযোগ করতে ছাড়েননি লকেট ও। তার উত্তর, ‘কী কাজ করেছি, তা আমি জানি। যে আমার কাছে চাইবেন, তাঁর কাছে রিপোর্ট কার্ড দেখিয়ে দেব।’
পাশাপাশি বঙ্গ বিজেপির নেত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পর গত ১৩ বছরে কী কী কাজ হয়েছে, তার একটি রিপোর্ট কার্ড নিয়ে আসতে।
সদ্য রাজনীতিতে আসা রচনাকে কটাক্ষ করে লকেটের মন্তব্য ‘উনি কিছু জানেন না, নতুন এসেছেন রাজনীতিতে।’‘এটা কোনও রিয়েলিটি শো নয়। এটা প্র্যাক্টিক্যাল। মানুষের সমস্যার কথা শুনতে হবে।’ বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর দাবি রচনাকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে, তিনি সেরকমভাবেই কথা বলছেন।
অন্যদিকে নির্বাচনী নির্ঘন্ট অনুযায়ী, আগামী ২০ মে হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই আপাতত প্রচারের ময়দান সরগরম দুই অভিনেত্রীকে কেন্দ্র করে।