বিরাটের থেকে দুর্দান্ত পারফরম্যান্সের আশা করছেন আরসিবি সমর্থকরা

নিউজ ডেস্ক - বিরাট কোহলি হলেন দিল্লির ছেলে তবে থাকেন মুম্বইতে। কিন্তু তাঁর আসল 'বাড়ি' বেঙ্গালুরু বললেও ভুল হয় না। এত বছরের সম্পর্কে, যে বেঙ্গালুরু তাঁর কাছে বাড়িই হয়ে উঠেছে তার উপর কন সন্দেহ নেই। সেই ২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতি বারই তারকা খচিত দল। প্রত্যাশার পাহাড়। দুর্দান্ত শুরু। কখনও ফাইনাল। ট্রফির কাছ থেকে ফিরে আসা। এ সবের মাঝেও ফ্র্যাঞ্চাইজির প্রতি সমর্থকদের আস্থা ও আশা কমেনি। একই ভাবে বিরাট কোহলিও আরসিবির একনিষ্ঠ ভক্ত। আইপিএলের জন্মলগ্ন থেকেই একই ফ্র্যাঞ্চাইজিতে খেলে চলেছেন।

বিরাট কোহলি ,আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট , সর্বকালের অন্যতম সেরা। ক্যাপ্টেন বিরাটের কাছে হয়তো দুটোই আক্ষেপ থাকবে। দেশের হয়ে নেতৃত্ব দিয়ে আইসিসি ট্রফি জিততে না পারা এবং আইপিএলেও ট্রফি না জেতা। আইপিএলের আরও একটি  মরসুম চালু হতে চলেছে আগামী ২২ মার্চ থেকে । যা নিয়ে চলছে নানা জল্পনা। 

সালটা ছিল ২০০৮,  বিরাট কোহলির নেতৃত্ব অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বারই সিনিয়র দলে সুযোগ পান বিরাট কোহলি। আইপিএলে সুযোগ মেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। টিম হিসেবে ট্রফির স্বাদ না পেলেও বিরাটের পারফরম্যান্স ধারাবাহিক। ২০১৩ সালে আরসিবির নেতৃত্ব পান বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ১৪০টির মধ্যে ৬৬টি জয়। নেতৃত্ব ছাড়লেও যতদিন আইপিএলে খেলবেন, আরসিবি ছাড়বেন না, এই কথা পরিষ্কার করে দিয়েছেন বিরাট। ২০২২ সাল অবধি তিনিই ছিলেন আইপিএলে হায়েস্ট পেইড ক্রিকেটার ছিলেন।

বিরাট কোহলি এবং আরসিবির সম্পর্ক অবিচ্ছেদ্য। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এর মধ্যে ৩৪ ম্যাচে অপরাজিত থেকেছেন। রান ৭২৬৩। সব মিলিয়ে সাতটি সেঞ্চুরি। ৫০টি হাফসেঞ্চুরি। স্ট্রাইকরেট ১৩০। গত সংস্করণে ১৪ ম্যাচে করেছিলেন ৬৩৯ রান। ২টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আধডজন হাফসেঞ্চুরি। এ বারও বিরাটের থেকে এমন পারফরম্যান্সের প্রত্যাশা করছেন আরসিবি সমর্থকরা। টিমের বাকিরা যদি সঙ্গ দিতে পারেন, কে জানে এ বারই হয়তো ট্রফি হতে পারে  আরসিবির নামে!

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন