"সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি....."প্রচারে নেমে কি বার্তা দিলেন অভিনেত্রী তথা হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক : ১৬ মার্চ অর্থাৎ আজ, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে একদিকে। অন্যদিকে এদিন সিঙ্গুর থেকেই প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন। তাই সেখান থেকেই প্রচার শুরু করলেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘‘এখানকার মাটি আন্দোলনের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আন্দোলন শুরু করেছিলেন। আর এই মাটিই আমি নিয়ে যাব দিদির জন্য। আর বলব, তোমার সিঙ্গুর থেকেই আমি আমার প্রচার শুরু করলাম।’’
মন্দিরে পুজো দিয়েই আত্মবিশ্বাসী রচনা বলেন, ‘১০০% জয়ী হব ভোটে’।সিঙ্গুরে ডাকাত কালীবাড়িতে পুজো দেওয়ার পর লোহাপট্টি ব্যবসায়ী সেবা সমিতির বিল্ডিংয়ে কম্রীদের সঙ্গে সাক্ষাৎ-জনসভা। ধনেখালি বাসস্ট্যান্ডে কর্মীসভা-প্রচার সেরে একেবারে চুঁচুড়ার কালীমন্দিরে পুজো দিয়ে সংবাদমাধ্যমের সম্মুখীন হলেন রচনা।