জোরকদমে ভোটপ্রচারে একি কান্ড করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল

নিউজ ডেস্ক : বাকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে এবার প্রাক্তন স্বামী–স্ত্রীর লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল এক অনন্য প্রচার কৌশল নিয়ে সবাইকে অবাক করে দিয়েছে।এখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সৌমিত্র খাঁ। তিনি ২০১৯ সালে বিজেপির হয়ে জিতেছিলেন। 

বিজেপির সৌমিত্র খানের বিরুদ্ধে তীব্র নির্বাচনী লড়াইয়ের মধ্যে, সুজাতা অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী কোতুলপুরের একটি সেলুনে যান এবং কাঁচি ও চিরুনি হাতে যত্ন সহকারে একজন যুবকের চুল কাটতে শুরু করেন। এই ঘটনা টিকে কেন্দ্র করে শুরু হয়েছে ঘোর জল্পনা। তিনি নেত্রী হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এই পদক্ষেপটি সমালোচনার সৃষ্টি করেছে এবং প্রচারে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।  দলের সক্রিয় অবস্থান, ৪২টি আসনে প্রার্থী ঘোষণার মধ্যে স্পষ্ট, একটি শক্তিশালী নির্বাচনী কৌশল নির্দেশ করে।  ২০১৯  সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর হারলেও, তৃণমূল কংগ্রেস এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে ক্রমশ। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় হবে। অর্থাৎ ২৫ মে। এই আবহে ভোটের প্রচার করতে গোটা এলাকা কার্যত চষে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন