ইন্ডিয়ার বাইরে আইপিএল হবে না , সূচিত না হওয়া আইপিএল হবে ইন্ডিয়াতেই


নিউজ ডেস্ক - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল ইন্ডিয়ার বাইরে হবে এমন জল্পনাই শোনা যাচ্ছিল। যার অন্যতম কারণ হল দেশে সাধারণ নির্বাচন। অতীতেও লোকসভা ভোটের জন্য বিদেশে হয়েছে আইপিএল। এ বার প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা ছিল। সে কারণেই বাকি সূচি ঠিক করা হয়নি বলে জানিয়েছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান অরুণ ধুমাল। কোথায় হবে এ বারের আইপিএলের বাকি অংশ, খোলসা করলেন স্বয়ং চেয়ারম্যান। 

এর আগে সাধারণ নির্বাচন এবং কোভিডের কারণে দেশের বাইরে আইপিএল আয়োজন করতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বভারতীয় সংবাদমাধ্যম Times of India-র একটি প্রতিবেদনে বলা হয়েছিল, নির্বাচনের কারণে আইপিএলের বাকি অংশ বিদেশে হবে। পরিবর্ত ভেনু হিসেবে আরব আমির শাহির কথা উঠে এসেছিল। এর আগেও আরব আমির শাহিতে হয়েছে আইপিএলের ম্যাচ। যদিও দেশেই হবে টুর্নামেন্ট, এমনটাই জানিয়েছেন অরুণ ধুমাল।

সংবাদ সংস্থা IANS-কে আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, "সরকরারে সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে আমাদের। পুরো পরিস্থিতিটাই নজর রাখছি। আইপিএলের বাকি অংশও ভারতেই হবে। এই টুর্নামেন্ট বাইরে কোথাও যাচ্ছে না। আমরা পরবর্তী পরিকল্পনা দ্রুতই ঠিক করব।" দু-সপ্তাহে মোট ২১টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছিল। এ দিনই সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। মনে করা হচ্ছে, আইপিএলের বাকি পর্বের সূচিও দ্রুতই ঘোষণা করবে বোর্ড।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন