নিউজ ডেস্ক - শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স ২ বারের চ্যাম্পিয়ন।হঠাৎ করেই ২০২৩ সালের আইপিএলের আগে শ্রেয়স আইয়ার পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়ে তাঁকে । তাই সেই সময় কলকাতা নাইট রাইডার্স নীতীশ রানাকে (Nitish Rana) অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। দিল্লির ছেলে রানার নেতৃত্বে গত বারের আইপিএলে ৬টা ম্যাচ জিতেছিল কেকেআর। পয়েন্ট টেবলের ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স।কিন্তু এ বারের আইপিএলে রানা কেকেআরের ভাইস ক্যাপ্টেন।
ঘরোয়া ক্রিকেটে নীতীশ রানা ২০১১-২০২৩ সাল অবধি দিল্লির হয়ে খেলতেন। ২০২৩ সাল থেকে তিনি উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। এ বারের রঞ্জি ট্রফিতেও তিনি উত্তরপ্রদেশের হয়ে খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন। এখনও অবধি ৫০টি প্রথম শ্রেণির ম্যাচে খেলেছেন রানা। তাতে করেছেন ২৮০৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর নামে রয়েছে ২৬টি উইকেট। একটা সময় রানা ছিলেন পার্ট টাইম বোলার। অফ স্পিন বেশ ভালোই করতে পারেন।
২০১৫-২০১৭ অবধি আইপিএল ফ্র্য়াঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন নীতীশ রানা। ২০১৫ সালে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। সে বছর বোর্ড ২২ জন ক্রিকেটারকে বয়স ভাঁড়ানোর জন্য ব্যান করেছিল। ২০১৬ সালে আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে রানার আইপিএল অভিষেক হয়েছিল। এরপর মুম্বইয়ের হয়ে মোট ১৭ টি ম্যাচ খেলেন রানা। তাতে করেন ৪৩৭ রান এবং তার সাথে নেন ৩টি উইকেটও। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আইপিএলের নিলামে নীতীশ রানাকে কেনে কলকাতা নাইট রাইডার্স। ২০১৮ সাল থেকে কেকেআরের জার্সিতে খেলে চলেছেন রানা। তাতে এখনও অবধি করেছেন ২১৫৭ রান। এ বার যদি শ্রেয়স কেকেআরের হয়ে ক্যাপ্টেন্সি না করতে পারেন, তা হলে তিনি ফের হবেন কেকেআরের নেতা।
৩০ বছরের দিল্লির বাঁ হাতি ব্যাটার নীতীশ রানা জাতীয় দলে ৩টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালের ২৩ জুলাই তিনি একটি ওডিআই ম্যাচ খেলেছিলেন। আর ২৮ জুলাই তাঁর ভারতের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়। এরপর ২৯ জুলাই আর একটি টি-২০ ম্যাচে খেলার সুযোগ পান তিনি। তারপর আর জাতীয় দলের দরজা তাঁর জন্য খোলেনি।