অধিকারী পরিবার এইবারে বিজেপিতে

 

নিউজ ডেস্ক -  বিজেপি প্রার্থী হিসেবে  নয়াদিল্লি থেকে প্রথম দফার ১৯৫জন প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের শুরু হওয়ার আগে এটা বড় খবর। এই তালিকায় বাংলার ২০ জনের নাম রয়েছে , যেই  তালিকায় স্থান পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকার সময়ই বিজেপিতে যোগদান করেন । 

অপরদিকে  শুভেন্দু অধিকারী বিজেপির  বিরোধী দলনেতা। সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে  এখন লোকসভার  পেয়েছেন। বিজেপির হয়ে প্রচারে যাবেন শিশির অধিকারী। দিব্যেন্দু অধিকারী বিজেপির হয়ে তমলুক থেকে প্রার্থী হবার সম্ভাবনা প্রবল।  তবে শিশির অধিকারী বলেন, "আমি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছি। অমিত শাহের মিটিংয়ে গিয়েছি। আমার ৬০–৬২ বছরের রাজনৈতিক জীবন। কে আমাকে যোগদান করাবে? ওসব এখন পরিষ্কার হয়ে গিয়েছে।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন