নিউজ ডেস্ক - তৃণমূলের মতে মোদির রান্নার গ্যাসের দাম কমিয়ে নির্বাচনের ঠিক আগে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা করছেন প্রধানমন্ত্রী। তৃণমূল কটাক্ষ করে বলে যে "দেশের একজন প্রধানমন্ত্রী দরকার ছিল, বদলে মিলেছে একজন নির্বাচন মন্ত্রী"। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমানোর কথা ঘোষণা করলেন। এইভাবে গ্যাসের দাম কমিয়ে মহিলা ভোটারদের প্রলুব্ধ করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদি নাকি অশুভ ফাঁদ পাতলেন বলে অভিযোগ করে শুক্রবারে তাঁর তীব্র সমালোচনা শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
মোদীর সরকারের মুখোশ মহিলাবিরোধী দল খুলে দিয়েছে । প্রত্যেকে মনে করিয়ে দিয়েছে যে সকল বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগেই মোদি সরকার এভাবে জ্বালানি বা গ্যাসের দাম কিছুটা করে কমিয়ে ভোটারদের প্রভাবিত করেন।তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিজেপির তুলে ধরেছেন যে কীভাবে বিজেপির ভুল নীতি নির্ধারণের জন্য গত পাঁচবছরে মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে। তাঁরা আরও ব্যাখ্যা করেছেন, কীভাবে বিজেপির নির্বাচনী পরিকল্পনার জন্য গত সাতমাস ধরে সাধারণ পরিবারগুলির উপর অতিরিক্ত আর্থিক বোঝা চেপেছে।
বিজেপির এইভাবে ভোটারদের প্রভাবিত করার বিষয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে বলেন, "গত বছরের রাখি বন্ধন উৎসবের দিন মোদি প্রথমে রান্নার গ্যাসের দাম খুবই সামান্য পরিমাণ কমান। আর আজ, আন্তর্জাতিক নারী দিবসের দিন, পুরো সাতমাস পর, আবার তিনি সেই একই পদক্ষেপ করলেন। মোদি সরকার যদি রান্নার গ্যাসের দাম কমাতে প্রকৃত অর্থে উদ্যোগী হত, তাহলে গত সাত মাস ধরে তারা কী করছিল?"