নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মোদীকে খোলা চিঠি তারই দলের মন্ডল সভাপতিদের। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা।
আসন্ন লোকসভা নির্বাচনে সাংসদ পদপ্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে মোদিকে একটি খোলা চিঠি লিখেছেন চন্দননগরের বিজেপির মন্ডল সভাপতিরা । সেই চিঠি পোস্টার আকারে উত্তর চন্দননগরের তালডাঙা,সরিষাপাড়া, বোড়াইচন্ডিতলা, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় সাঁটানো হয়েছে।
পোস্টারে লেখা,"বর্তমানে আমরা মন্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি। এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি, এমনকি নিজের বিধানসভায় ২০২১শে কাজ করেও সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করেছি।"
পাশাপাশি আরও লেখা, ৫ বছর উনি নিজে আমাদের মন্ডলে প্রায় আসেইনি , তাতে আমাদের কি দোষ? এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন, ভোটের পর দেখে নেব বলছেন। আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে এই জেলায় দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি। কেউ কোনও ব্যাবস্থা নিচ্ছে না। ক্ষমা করবেন বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম। আমরা মন্ডল সভাপতিরা তা প্রকাশও করলাম। ক্ষমা করবেন মোদীজি।'
গোটা এলাকায় এই পোস্টার ছড়িয়ে পড়ার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ এও হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। ২০২৪ এও তার ওপরেই ভরসা রেখেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে ভোটমুখে প্রার্থী সম্পর্কে সেই দলেরই মন্ডল সভাপতিদের এহেন অভিযোগ নিঃসন্দেহে প্রভাব ফেলবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।