বাংলাতেও চালু হতে চলেছে গোয়ার মতো সুযোগ সুবিধা


নিউজ ডেস্ক : রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে  জানানো হলো গোয়ার মতো সুযোগ সুবিধা এবার মিলবে বাংলাতেও । গোয়া এবং  অন্য  অনেক রাজ্যে  পর্যটকদের বাইক, স্কুটি ভাড়া দেওয়া হয় । বাংলাতেও চালু হতে চলেছে ঠিক তেমনই ব্যবস্থা। শুক্রবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মাধ্যমে উদ্বোধন হল বাইক-স্কুটির কমার্শিয়াল পারমিট প্রদান ব্যবস্থার। উক্তদিনে ১২৯টি বাইকে কমার্শিয়াল পারমিট দেওয়া হল। মন্ত্রীর বক্তব্য যে আগামী দিনে আরও যাঁরা আবেদন করবেন, তাঁদেরও কমার্শিয়াল পারমিট অর্থাৎ হলুদ নম্বর প্লেট দেওয়া হবে।

এতদিন ধরে অসংখ্য মানুষ  নিজেদের ব্যক্তিগত বাইককে রাস্তাঘাটে বাইক-ট্যাক্সি হিসেবে ব্যবহার করে আসছিলেন। ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যিক ব্যবহারের গাড়ির কর ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। ব্যক্তিগত গাড়ির পারমিট অর্থাৎ, সাদা নম্বর প্লেটের গাড়িকে কখনও ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায় না। মন্ত্রী বলেন যে , এই ধরনের সমস্যার বিষয়টি নিয়ে তাঁর কাছে আবেদন এসেছিল বাইক-ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে। এই বিষয়ে নিয়ে  তিনি জেনেছিলেন যে  , অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবসার কাজে ব্যবহার করছে যা সম্পূর্ণ   নিয়ম বিরুদ্ধ, তাই পুলিশ বা মোটর ভেইকেলসের ইনস্পেক্টররা অনেকক্ষেত্রেই এই বাইক চালকদের  থেকে জরিমানা নিচ্ছিলেন। সেই সমস্যা কাটানোর জন্যই আবেদন করা হয়েছিল, যাতে সেগুলিকে কমার্শিয়াল পারমিট দেওয়া হয়।

এ ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও মন্ত্রীর কাছে একটি আবেদন এসেছে। রাজ্য পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, ‘এই ব্যবস্থা এবার বাংলাতেও চালু করা হবে। উত্তরবঙ্গ, দিঘা, সুন্দরবন থেকে শুরু করে জনপ্রিয় জায়গাগুলিতে এই ব্যবস্থা করে দেওয়া হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন