নিউজ ডেস্ক: দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চলবে গঙ্গার নীচে দিয়ে। তবে আম আদমির জন্য এই পরিষেবা চালু হবার আগেই ফের একবার থমকে যেতে বসেছে গঙ্গার নীচে দিয়ে মেট্রো চলাচল।
আর একদিন পরেই অর্থাৎ ১৫ই মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। তার আগেই হাওড়া ময়দান স্টেশনের বাইরে বিক্ষোভ শুরু করলেন নতুন স্টেশনের দায়িত্বে থাকা অস্থায়ী নিরাপত্তা কর্মীরা।
তাদের দাবি নতুন স্টেশনে তাদের পুনর্নিয়োগ করা হোক। বিক্ষোভকারীদের অভিযোগ,মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে নতুন মেট্রো স্টেশনের দায়িত্বে থাকা অস্থায়ী নিরাপত্তারক্ষী ও ট্রাফিক মার্শালদের একশো জনকে আর নিয়োগ করা হবে না। কিন্তু, এখন চাকরি চলে গেলে তাঁরা কোথায় যাবেন, কী করবেন কিছুই জানেন না। সে কারণেই পুনর্নিয়োগের দাবি জানাচ্ছেন তারা।
পাশাপাশি বিক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘসময় তারা কাজ করছেন। হঠাৎ করেই নিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন কাজ করার পরেও তাদের বাদ দিয়ে বাইরে থেকে অন্য সংস্থার মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। যার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। দ্রুত সমস্যার সমাধান না হলে মেট্রো চলাচল বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী নিরাপত্তা কর্মীরা।