নিউজ ডেস্ক : শিয়ালদার পর এবার হাওড়া স্টেশনে সিগন্যাল-সম্পর্কিত সমস্যা। ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।বিশেষ করে ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেনগুলিতে এর প্রভাবিত পড়েছে। ঘটনাটি ঘটে যখন ডাউন কাটিহার এক্সপ্রেস সকাল ৬:২০নাগাদ হাওড়ায় এসে পৌঁছায়। যার ফলে ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা এবং বেরানো বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ অবিলম্বে সিগন্যাল সমস্যাটি সংশোধন করার প্রচেষ্টা শুরু করেছে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন 'সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।' পরে তিনি আরও জানান, "সাড়ে সাতটা নাগাদ হাওড়ায় সিগনালের সমস্যার সমাধান করা গিয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক। যদিও সাতসকালে এই ঘটনার জেরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই আশঙ্কা যাত্রীদের একাংশের"।
প্রসঙ্গত,বুধবার অর্থাৎ আজ, এই ঘটনার প্রভাব হাওড়া স্টেশনের বাইরেও পড়েছে। তারকেশ্বর শাখাতেও এর যথেষ্ট প্রভাব পড়েছে। যার ফলে আপ এবং ডাউন ট্রেন চলাচল অনিয়মিত হয়েছে। এর কারণে যাত্রীদের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং বিভিন্ন স্টেশনে বিলম্ব লক্ষ্য করা গেছে। হাওড়া স্টেশনে সিগন্যাল সমস্যাটি রেলওয়ে কর্তৃপক্ষ এবং যাত্রীদের উভয়েরই পরিচালন ব্যাঘাতের মুখোমুখি হয়। সকাল ৮টা নাগাদ সিঙ্গুর স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় জমে যাওয়ার কারণে সকালের ভিড়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল।