নিউজ ডেস্ক - ঘড়িতে তখন ৮ টা, গোটা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বলে অপেক্ষা করছিল । ইতিহাসে প্রথমবার কোনও রিয়ালিটি শো-এর মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ১-এর শিরোপা দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে মমতা বললেন, ‘আমি আট থেকে আশি সবার দিদি, তবে দিদি নম্বর ১ তুমি’।
দিদি নম্বর ১-এর মঞ্চে মমতার আগমনের জন্য পালতে গেল অনেক নিয়ম। তাঁর জন্য শ্যুটিং-এর ভেনু। শুধু তাই নয়, মমতা স্পেশ্যাল এপিসোড এক ঘন্টার বদলে দেড় ঘন্টারও খানিক বেশি সময় ধরে সম্প্রচার করল চ্যানেল। রবিবার রাতে ১০টার পর শুরু হয় সৌরভের দাদাগিরি।
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আড়াই ঘন্টা দিদি নম্বর ১-এর সেটে হাজির ছিলেন তাই মমতার পর্বকে ছোটো করতে হিমসিম খেয়েছেন ভিডিয়ো এডিটররা। এপিসোডে নিজের জন্ম-বৃত্তান্ত নিয়ে মজার তথ্য ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর জন্ম তারিখ নিয়ে বলেন," কলেজে পড়ার সময় আমি জানতে পারি আমার এবং আমার দাদার জন্মের সাল, তারিখের গোলমাল রয়েছে।
সার্টিফিকেটে তোর আর আমার বয়সের ৬ মাসের ডিফারেন্স। আর তুই আমার থেকে বড়, আর আমি তোর থেকে ছোট। এমনিতে আমার আর বয়সের প্রায় পাঁচ-সাড়ে পাঁচ বছরের বড়। তখন তো এত সুবিধা ছিল না। তাই চেষ্ট করেও চেঞ্জ করতে পারিনি। এটা মজর গল্প। আমাকে আমার জন্মদিনে (৫ই জানুয়ারি) শুভেচ্ছা জানালে… ওটা আমার কাছে ভীষণ দুঃখজনক দিন। কারণ ওটা আমার বার্থ ডে নয়।
আমরা যারা হোম ডেলেভারি… তাদের ক্ষেত্রে.. এখন হোম ডেলেভারি মানে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছানো। আর আমারা হোম ডেলেভারি ঘরে জন্মেছি, মাটির ঘরে জন্মেছি। তারপর এখানে চলে এসেছ ।"