নিয়ম ভঙ্গের জন্য এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ

নিউজ ডেস্ক - ভারতের অন্য়তম বৃহত্তম সরকারি এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়েছে টাটা গ্রুপ। সরকারের হাত থেকে মালিকানা নেওয়ার পরই এয়ার ইন্ডিয়ায় নানা পরিবর্তন এনেছে। যাত্রী পরিষেবাও ব্যাপক উন্নত ঘটেছে। কিন্তু দেশের অন্যতম বৃহত্তম এয়ারলাইন্স একটি বিশাল ভুল করেছে, যার জন্য এখন তাদের প্রায় কোটি টাকা জরিমানা দিতে হচ্ছে। 

কিছু দিন আগে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানা করেছে। ডিজিসিএ-র তরফ থেকে জানানো হয়েছে, ফ্লাইং সিকিউরিটি ও ক্রু-দের ক্লান্তি কমানোর জন্য যে নিয়ম রয়েছে, সেই নিয়ম ভঙ্গ করেছে এয়ার ইন্ডিয়া। যার জন্য এয়ারলাইন্সকে ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জানুয়ারি মাসেই ডিজিসিএ-র একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, এয়ার ইন্ডিয়ার দুইজন ক্রু, যাদের বয়স ৬০ বছর, তারাও উড়ানে ছিলেন। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স তার ক্রু সদস্যদের পর্যাপ্ত সাপ্তাহিক বিশ্রাম এবং দীর্ঘ ফ্লাইটের আগে এবং পরে পর্যাপ্ত বিশ্রামের বিবরণ দিতে ব্যর্থ হয়েছে। গত ১ মার্চ ডিজিসিএ এই নিয়ম ভঙ্গ নিয়ে এয়ার ইন্ডিয়াকে নোটিশ দিয়েছিল। এয়ার ইন্ডিয়া প্রয়োজনীয় উত্তর দিতে না পারাতেই তাঁদের ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।

ডিজিসিএ-র নিয়ম অনুসারে , পাইলটদের সপ্তাহ শেষে ৪৮ ঘণ্টা বিশ্রাম দিতে হবে। আগে এই সময় ছিল ৩৬ ঘণ্টা। রাতের ডিউটিও রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত হবে। পাইলট এবং ক্রু সদস্যদের জন্য ফ্লাইং আওয়ার এখন ১৩ ঘণ্টা থেকে কমিয়ে ১০ ঘণ্টা করা হয়েছে। যদি ক্রু-রা বিশ্রামের সময় না পান, তবে নানা বিপত্তি ঘটতে পারে। বিমান চালাতে চালাতে তিনি ঘুমিয়ে পড়লে, যাত্রীদের প্রাণহানির ঝুঁকিও থাকতে পারে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন