নিউজ ডেস্ক- দোলের ছুটি কাটিয়ে অফিস শুরু কিন্তু ফের দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের। হাওড়া স্টেশনের অনতিদূরে সিগন্যাল পয়েন্ট ভেঙে যাওয়ায় ঘটেচ্ছে বিপত্তি। যার জন্য হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধ ট্রেন চলাচল। তবে দ্রুত লাইন সারিয়ে তোলার কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন ," সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।"
রেল সূত্রে খবরে জানা যাচ্ছে, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগনাল পয়েন্ট ভেঙে যায়। এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন রেলের পদস্থ ইঞ্জিনিয়ররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কিন্তু বন্ধ রয়েছে ২২টি লোকাল ট্রেন চলাচল।
আরও জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকে বন্ধ রয়েছে। আপেও বন্ধ রয়েছে ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে ঢুকেছে। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে নিত্য যাত্রীরা।