নিউজ ডেস্ক - লোকসভা ভোট আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে অল্প-বিস্তর প্রার্থী ঘোষণা করেছে সব রাজনৈতিক দল এবং প্রচারে নেমেছেন প্রার্থীরা। কিন্তু এই পরিস্থিতিতে বসিরহাট থানার পুলিশের হাতে এল বিস্ফোরক জিনিস।
বসিরহাট পৌরসভা পরিচালিত বাজার যেখানে সেই বাজারে প্রচুর মানুষের আনাগোনা চলে। দোতলা ভবনে যাতায়াত করেন অনেক মানুষ। কিন্তু চাঞ্চল্যকর বিষয় ঘটল আজ। জানা গিয়েছে, ঘটনাস্থলে একটি কালো রঙের ক্যারিব্যাগের ভিতরে বোমা দেখতে পান এলাকাবাসী। চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা।
দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বসিরহাট থানার পুলিশ। তারা খবর দেন বম্ব স্কোয়াডকে। এরপর বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা এই বোমা রাখল তা নিয়ে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী শুভময় কর্মকার বলেন, “আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখতে পেলার পলিথিন ব্যাগের মধ্যে তিনটি বোমা। ভোট আসছে। তার আগে এই সব খুবই ভয় লাগছে। কারণ আমার দোকানের পাশেই আবার রাখা ছিল বোমাগুলি। যা কিছু হতেই পারত।”