গার্ডেনরিচের মতো দিল্লিতে মধ্যরাতে দোতলা বাড়ি ভেঙে পড়ে আপাততও মৃত্যু ২ জনের

নিউজ ডেস্ক - গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার রেশ এখনও ঠিক মতো কাটেনি। সেখানে এখনও উদ্ধারপর্ব চালু রয়েছে। আর এরইমধ্যে আবার ঘটলো প্রায় একই ধরনের দুর্ঘটনা। ফের ভেঙে পড়ল একটি বহুতল। আর এইবারে রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুইজনের। গুরুতর আহত আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 

দোতলা বাড়িটি অবস্থিত ছিল দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায়। পুলিশ সূত্রে খবর, দোতলা বাড়িটির নীচের তলে জিন্স তৈরির কারখানা ছিল। শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন। উপরের তলটি ফাঁকা ছিল। রাতে কাজ সেরে কারখানাতেই ঘুমোচ্ছিলেন শ্রমিকরা।  মধ্য রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। বাড়ির নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বাড়ি চাপা পড়ে এখনও অবধি দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের নাম আরশাদ (৩০) ও তৌহিদ (২০)। পেশায় ২ জনই শ্রমিক। এদের ভেঙে পড়া বাড়ির নীচ থেকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রেহান (২২) নামক আরেক যুবকের অবস্থা সঙ্কটজনক।

দিল্লি পুলিশের উত্তর-পূর্ব শাখার ডিসিপি জয় টিরকে বলেছেন," রাত ২টো ১৬ মিনিট নাগাদ কবীর নগরে একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বাড়ি মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই বাড়ি মালিককে চিহ্নিত করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন