নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনের মুখে জনগনের মুখে হাসি ফোটাতে যেমন তৎপর রাজ্য ঠিক তেমনই তৎপর কেন্দ্র সরকার। নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগে এবার দাম কমলো পেট্রোল ডিজেলের।
লিটার প্রতি দু টাকা করে দাম কমছে পেট্রোল ডিজেলের।আগামীকাল অর্থাৎ ১৫ই মার্চ সকাল ৬ টা থেকে কার্যকরী করা হবে নতুন মূল্য।
প্রসঙ্গত বৃহস্পতিবারও কলকাতায় লিটার প্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০৬.০৩ টাকা দরে। গত সাত মাসেও এই দামের কোন পরিবর্তন দেখা যায়নি। আর শুক্রবার সকাল থেকেই দু টাকা কমে যাচ্ছে পেট্রোল সহ ডিজেলের দাম।
উল্লেখ্য ভোটের মুখে দাম কমতে পারে পেট্রোল-ডিজেলের এমন জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনাতেই কার্যত সীলমোহর পড়ল এই ঘোষণায়।
বৃহস্পতিবার এই বিষয়ে এক্স স্যান্ডেলে টুইট করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সেইসঙ্গে নিজের সমাজ মাধ্যমে টুইট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি।
তিনি লিখছেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজি প্রমাণ করেছেন তার লক্ষ্য ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণ।