আরও জানা যাচ্ছে যে মঙ্গলবার বাল্টিমোর ব্রিজের সঙ্গে সংঘর্ষ হওয়া জাহাজে মোট ২২ জন ক্রু ছিলেন, সকলেই ভারতীয়। ভেসেল কোম্পানির তরফে জানানো হয়েছে, তাঁরা সকলে সুরক্ষিত রয়েছেন। সূত্রের দ্বারা জানা গিয়েছে যে , ব্রিজে সংঘর্ষের আগেই বিপদ বুঝে সতর্কবার্তা পাঠানো হয়েছিল জাহাজের তরফে। সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি, যে কারণে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। যদি জাহাজটি আগে না জানাত, তবে বহু মানুষের প্রাণহানি হতে পারত। ভারতীয় ক্রুৃ-দের এই বুদ্ধমত্তার জন্যই মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর তাঁদের হিরো অ্যাখ্য়া দেন।
জানা গিয়েছে ,ডালি নামক ৯৪৮ ফুট উচ্চতার ওই কন্টেনার ভেসেলটি মঙ্গলবার ভোরে বাল্টিমোরের ব্রিজে ধাক্কা মারে। দুই টুকরো হয়ে যায় ব্রিজটি। ভেঙে পড়ার আগে ব্রিজে আগুন ধরে যেতেও দেখা যায়। ব্রিজটি ভেঙে পড়ায় একাধিক গাড়ি পাতাপস্কো নদীতে পড়ে যায়।ওই জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে আসছিল।
রয়টার্স মারফত পাওয়া খবর অনুযায়ী, ব্রিজ ভেঙে কমপক্ষে ২০ জন নদীতে পড়ে গিয়েছিলেন। নদী থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন অক্ষত থাকলেও, আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, ব্রিজে সারাইয়ের কাজ করছিলেন, এমন ছয়জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।