জাহাজের ধাক্কায় সেতু ভেঙে দুই টুকরো , ভারতীয় ক্রু-দের "হিরো" বলে অ্যাখ্যা মেরিল্যান্ডের মেয়রের

 নিউজ ডেস্ক - মঙ্গলবার ভোরে আমেরিকার মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট নামক একটি সেতুতে প্রচুর জোরে ধাক্কা লাগে ক ন্টেনার বোঝাই জাহাজের। ধাক্কার ফলে দুই টুকরো হয়ে যায় বিরাট সেতুটি। জলে পড়ে যায় সেতুতে থাকা গাড়ি গুলি। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, যে জাহাজটি ধাক্কা মেরেছে বাল্টিমোর ব্রিজে, তাতে সমস্ত ক্রু সদস্যই ভারতীয়। দুর্ঘটনায় তারা কেউই আহত হননি। কিন্তু, মেরিল্যান্ডের মেয়রও ওই জাহাজের উপর দোষ না দিয়ে, পরিবর্তে ভারতীয় ক্রু-দের হিরো বলে অ্যাখ্যা দিয়েছেন।

আরও জানা যাচ্ছে যে মঙ্গলবার বাল্টিমোর ব্রিজের সঙ্গে সংঘর্ষ হওয়া জাহাজে মোট ২২ জন ক্রু ছিলেন, সকলেই ভারতীয়। ভেসেল কোম্পানির তরফে জানানো হয়েছে, তাঁরা সকলে সুরক্ষিত রয়েছেন। সূত্রের দ্বারা জানা গিয়েছে যে , ব্রিজে সংঘর্ষের আগেই বিপদ বুঝে সতর্কবার্তা পাঠানো হয়েছিল জাহাজের তরফে। সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি, যে কারণে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। যদি জাহাজটি আগে না জানাত, তবে বহু মানুষের প্রাণহানি হতে পারত। ভারতীয় ক্রুৃ-দের এই বুদ্ধমত্তার জন্যই মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর তাঁদের হিরো অ্যাখ্য়া দেন।

জানা গিয়েছে ,ডালি নামক ৯৪৮ ফুট উচ্চতার ওই কন্টেনার ভেসেলটি মঙ্গলবার ভোরে বাল্টিমোরের ব্রিজে ধাক্কা মারে। দুই টুকরো হয়ে যায় ব্রিজটি। ভেঙে পড়ার আগে ব্রিজে আগুন ধরে যেতেও দেখা যায়। ব্রিজটি ভেঙে পড়ায় একাধিক গাড়ি পাতাপস্কো নদীতে পড়ে যায়।ওই জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে আসছিল।

রয়টার্স মারফত পাওয়া খবর অনুযায়ী, ব্রিজ ভেঙে কমপক্ষে ২০ জন নদীতে পড়ে গিয়েছিলেন। নদী থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন অক্ষত থাকলেও, আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, ব্রিজে সারাইয়ের কাজ করছিলেন, এমন ছয়জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন