মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে থাকবে না সূর্যকুমার যাদব ,ফিটনেস টেস্টে ফেল

নিউজ ডেস্ক - আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মুম্বই শিবিরে,সূর্যকুমার যাদব কবে ফিরবেন তা  নিয়ে উঠছে প্রশ্ন । এই বছরের আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে খেলবে না সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি তিনি। জানুয়ারিতে সূর্যকুমার যাদব জার্মানি গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন। তারপর দেশে ফিরে তিনি রিহ্যাব শুরু করেন এনসিএতে। সেখান থেকে প্রায়শই তিনি জিমে এবং মাঠে ওয়ার্ক আউট করতেন ।

আইপিএলের আগে সূর্যকে প্রবলভাবে ফিট করে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যা পরিস্থিতি তাতে সূর্যকে আইপিএলের শুরুর দিকে তো বটেই পরবর্তীতেও পাওয়া নিয়ে অস্বস্তি বাড়ছে। সূত্রের খবর, ১৯ মার্চ তাঁর এনসিএতে ফিটনেস টেস্ট ছিল। যাতে তিনি পাস করতে পারেননি। ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এ বার ফের আগামিকাল (২১ মার্চ) হবে সূর্যকুমার যাদবের ফিটনেস টেস্ট।

বর্তমানে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব। আইপিএল চলাকালীন তিনি যত তাড়াতাড়ি ফিট হয়ে উঠবেন, তা ভারতীয় টিমের জন্যও ভালো। তা হলে টি-২০ বিশ্বকাপে সূর্যর কথা মাথায় রেখে দল সাজাতে পারবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ২৪ মার্চ এ বারের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ রয়েছে। তাতে যে সূর্যর খেলতে পারবেন না তা নিশ্চিত। এ বার কবে তিনি ফিটনেস সার্টিফিকেট পেয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেন, সেটাই নজর রাখার বিষয়।

মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার এর আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন, "সূর্যকুমার যাদব জাতীয় দলের তত্ত্বাবধানে রয়েছে। আমরা জানি ওর রিহ্যাব চলছে। ওর আপডেটের জন্য আমিও অপেক্ষায় রয়েছি। তবে খুব বেশি চিন্তিত নই। কারণ আমাদের টিমেও ভালো মানের চিকিৎসক রয়েছে। দলে আর কারও তেমন ফিটনেসজনিত সমস্যা নেই। আর যদি কারও ফিটনেস সমস্যা হয় তাতে মোকাবিলা করার মতো শক্তি রয়েছে আমাদের।" 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন