নিউজ ডেস্ক -শ্রেয়সের চোটচর্চা এখনও শেষ হয়নি তার সাথে থামেনি কেকেআরের ক্যাম্পে যোগ দেওয়ার বিতর্ক।বার্তা দিতেই টিম থেকে শ্রেয়স আইয়ারকে চুক্তি থেকে বাদ দিয়েছিল বোর্ড।কিন্তু ১২ দিনের মধ্যে মুম্বইয়ের তারকা ক্রিকেটার জবাব দিলেন বোর্ডকে। যদিও জবাবটা যেন পুরোপুরি হল না। রঞ্জি ফাইনালে সেঞ্চুরি মিস করলেও বুঝিয়ে দিলেন, ভারতীয় টিম থেকে তাঁকে বাইরে রাখা যাবে না। ওয়াংখেড়েতে শ্রেয়স ১০এ ৭ পেলেন।
এক দিকে মুশির খানের মতো তরুণ ক্রিকেটার, অন্য দিকে ওয়াংখেড়ের পিচে তেমন প্রাণ নেই। বরং স্পিন ধরছে একটু একটু করে। কিন্তু শ্রেয়স মাঠে নামলেন চেনা ছন্দেই। তাঁকে দেখার জন্য গ্যালারিতে উপস্থিত ছিলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। আইপিএলের ঠিক আগে শেষ প্রতিযোগিমূলক ম্যাচে শ্রেয়স দুরন্ত পারফর্ম করলেন ।
প্রথম ইনিংসে মাত্র ৭ করে ফিরেছিলেন। বাজে আউট হওয়ার জন্য সমালোচনাও চলছিল শ্রেয়সকে নিয়ে। কিন্তু শুরু থেকেই বিদর্ভের বোলাররা থামাতে পারেননি তাঁকে। ১০টা চার ও ৩টে ছয় মেরে আশির ঘরে ঢুকে পড়েছিলেন। তার পরই একটু সময় নিলেন। একটা সেঞ্চুরি যে দরকার ছিল, শ্রেয়সকে দেখেই বোঝা যাচ্ছিল। বিতর্ক আর সমালোচনাকে সরিয়ে দিতে চাইছিলেন একটা ইনিংসেই। ঘরোয়া ক্রিকেটকেও সমান গুরুত্ব দেন, সেঞ্চুরি দিয়ে বোঝাতে চেয়েছিলেন শ্রেয়স।
মুম্বইয়ের ক্রিকেটারের সময়টাও খুব একটা ভালো যাচ্ছিল না এবং দেশের হয়ে রান আসছিল না। টিম থেকে বাদ পড়তেও পারতেন। ঠিক সেই সময়ই কোমরের চোটের কারণে ইংল্যান্ড সিরিজে টিম থেকে সরে যান। এনসিএতে রিহ্যাব করে ফিট সার্টিফিকেটও পেয়েছিলেন। কিন্তু রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলতে চাননি। কিন্তু মুম্বইয়ের হয়ে সেমিফাইনালে নেমেও ব্যর্থ হন। একটাই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। তামিলনাড়ুর বিরুদ্ধে মাত্র ৩ রান করেছিলেন। সে সব মুছে রানে ফিরলেন শ্রেয়স।
নার্ভাস নাইন্টিতে একটা ভুল করে বসলেন। অপ্রয়োজনীয় শট। বোলারের উপর দিয়ে বাউন্ডারি মারতে চেয়েছিলেন ৯৫ রানে থাকা শ্রেয়স। ব্যাটে-বলে সংযোগ হল না। লং বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরলেন। সেঞ্চুরি না হলেও তাঁর ইনিংস স্বস্তি দেবে কেকেআর সমর্থকদের। ক্যাপ্টেন ফর্মে ফিরলেন মানে কলকাতা বিউগলের তালে তালে নাচবে।