স্বাভাবিকভাবেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ছিটকে যাওয়া ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে নতুন ক্রিকেটারদের দলে নিতে হয়েছে।
কলকাতা নাইট রাই
ডার্স থেকে আইপিএল ২০২৪ থেকে নাম তুলে নিয়েছেন গাস অ্যাটকিনসন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে দুষ্মন্ত চামিরাকে। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন জেসন রয়। কেকেআর তাঁর বদলি হিসেবে দলে নেয় ফিল সল্টকে।
লখনউ সুপার জায়ান্টস থেকে সরে গেছেন মার্ক উড। তারা পরিবর্ত হিসেবে দলে নেয় ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফকে।
গুজরাট টাইটানস থেকে গোড়ালিতে অস্ত্রোপচারের পরে মহম্মদ শামি ছিটকে গিয়েছেন আইপিএল ২০২৪ । গুজরাট এখনও তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে নেয়নি। রশিদ খানও এখনও ম্যাচ ফিট নন। তাই শুরুর দিকে রশিদকে দলে নাও পেতে পারে গুজরাট। যদিও পরের দিকে মাঠে নামতে পারেন আফগান তারকা।
চেন্নাই সুপার কিংস থেকে আঙুলের চোটের জন্য এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন ডেভন কনওয়ে। যদিও চেন্নাই সুপার কিংস তাঁর পরিবর্ত ক্রিকেটার খুঁজে নেয়নি। চোট রয়েছে মাথিসা পথিরানা ও শিবম দুবেরও।
মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব চোট সারিয়ে পুরোপুরি ম্যাচ ফিট নন। আইপিএলের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নাও পেতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রিস টপলিকে ইসিবির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির জন্য আইপিএলে পাওয়া যাবে না বলে মনে করা হয়েছিল। তবে তিনি পিএসএল থেকে সরে দাঁড়ান। সুতরাং, টপলিকে আইপিএলের শুরু থেকেই দলে পেতে পারে আরসিবি। রজত পতিদারের চোট রয়ছে। যদিও তাঁর চোট নিয়ে নতুন কোনও আপডেট মেলেনি।
প্রাথমিকভাবে পঞ্জাব কিংসের কোনও ক্রিকেটারের চোট নেই। তবে ইসিবি যদি টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজের কথা ভাবে, তবে ইংল্যান্ডের প্লেয়ারদের আইপিএলের একটা পর্যায়ে নাও দলে পেতে পারে পঞ্জাব। তাদের স্কোয়াডে রয়েছেন ইংল্যান্ডের তিন তারকা জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান।