নিউজ ডেস্ক: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। গত রবিবারের পর এই রবিবারও বাতিল হতে চলেছে হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেন।
পূর্ব রেল সূত্রে খবর লিলুয়া স্টেশনে ফুট ওভারব্রিজের গার্ড এর কাজ শুরু হতে চলেছে, যার জেরে সপ্তাহের শেষে বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে এবং এই রবিবার ঠিক কোন কোন ট্রেনগুলি বাতিল থাকছে তার একটি তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল।
দেখে নিন এই সপ্তাহে হাওড়া ডিভিশনের কোন কোন শাখায় লোকাল ট্রেন বাতিল থাকছে।
হাওড়া থেকে বর্ধমান কড শাখায় বাতিল থাকছে- 36811, 36815
হাওড়া থেকে বর্ধমান মেন শাখায় বাতিল থাকছে- 37811, 37813, 37815, 37211, 37213, 37215, 37219, 37309, 37371, 37359, 37303, 37911
অন্যদিকে বর্ধমান থেকে হাওড়া কর্ড শাখায় বাতিল থাকছে-36812, 36814
পাশাপাশি বর্ধমান থেকে হাওড়া মেইন শাখায় বাতিল থাকছে-37812, 37814, 37820।
এছাড়াও ব্যান্ডেল থেকে বাতিল থাকছে 37212, 37214, 37216, 37218
আরামবাগ থেকে 37360
গোঘাট থেকে 37372
কাটোয়া থেকে 37912
সিঙ্গুর থেকে 37304
উপরোক্ত ট্রেনগুলি আগামী রবিবার বাতিল করেছে পূর্ব রেল যার ফলে একটা বড় অংশের যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। যার জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল।
প্রসঙ্গত, সপ্তাহ হতে ট্রেন বাতিলের ঘটনা নতুন নয় গত বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন কারণে সপ্তাহের শেষে বিশেষত শনি ও রবিবার হাওড়া ও শিয়ালদা শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কখনও রেলের ট্র্যাকের রক্ষণাবেক্ষণ কখনও ফুট ওভারব্রিজ নির্মাণ অথবা সিগন্যালের কাজের জন্য দফায় দফায় ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে ।
কয়েকদিন আগেই দমদমে রেলের কাজের জন্য শিয়ালদা শাখায় ১১৭ টি ট্রেন বাতিল করা হয়েছিল যার জেরে তৈরি হয়েছিল চরম যাত্রী দুর্ভোগ। ক্ষোভ তৈরি হয়েছিল সাধারণ যাত্রীদের মনে।এই সপ্তাহেও সেই একই ছবি আরো একবার ফিরতে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।।