নিউজ ডেস্ক -
মাঝেরহাট স্টেশনটি চালু হলেই জোকা-এসপ্ল্যানেড করিডরে মেট্রোর সংখ্যা দ্বিগুণ ভাবে বাড়বে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর অনুযায়ী, মাঝেরহাট থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হলেই জোকা-এসপ্ল্যানেড করিডরের (পার্পল লাইন) জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে দৈনিক কমপক্ষে ৪৮টি মেট্রো (আপ অভিমুখে ২৪টি এবং ডাউন অভিমুখে ২৪টি) শুরু অরা হবে। বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে দিনে মোট ২৪টি মেট্রো চলাচল করে যার ব্যবধান ৪০ মিনিট , কিন্তু এই ব্যবধান পাল্টে হবে ২০ মিনিটে । অর্থাৎ প্রতি ২০ মিনিটে মেট্রো আসবে বলে সূত্রের খবর।কিন্তু প্রাথমিকভাবে পরিষেবার সময়সীমা বাড়ানো না হতেও পারে। আপাতত জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে পরিষেবা পাওয়া যায় সকাল ৮ টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত । সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শুধুমাত্র মেট্রো চলাচল করে এবং শনিবার এবং রবিবার পরিষেবা বন্ধ থাকে। মাঝেরহাট স্টেশনে জুড়ে গেলেও পরিষেবার সময় বাড়ানো হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
সংশ্লিষ্ট মহলের মত অনুযায়ী, মাঝেরহাট থেকে পরিষেবা শুরু হয়ে গেলে প্রতিদিন আরও বেশিক্ষণ মেট্রো চালাতে হবে। কারণ এবার থেকে পূর্ব রেলওয়ের মাঝেরহাট স্টেশনে নেমে সরাসরি মেট্রো ধরে জোকায় যাওয়া যাবে । কিন্তু কবে বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে, এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।