শিক্ষা সংসদের নতুন সিদ্ধান্ত যে উচ্চমাধ্যমিকে সকল সেমেস্টারে পাশ করতে হবে

নিউজ ডেস্ক - উচ্চমাধ্যমিকের সেমেস্টার পদ্ধতিতে শুরু হতে চলেচ্ছে পাশ-ফেল প্রথা। মাত্র ২ মাসেই পুরনো সিদ্ধান্ত বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিছুদিন আগে অবধি সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের নিয়ম ছিল চূড়ান্ত সেমেস্টারে সার্বিকভাবে পাশ করলে তবে পাশ। কিন্তু এখন নিয়ম পাল্টে হচ্ছে, পাশ করতে হবে প্রত্যেক সেমেস্টারে। এপ্রিলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংসদ।

এতদিন প্রথম সেমেস্টার—৩৫ ,দ্বিতীয় সেমেস্টার—৩৫এবং প্রজেক্ট—৩০ এ হত । অর্থাৎ প্রথম সেমেস্টারে শূন্য পেলেও পরীক্ষার্থী দ্বিতীয় সেমেস্টারের সুযোগ পায়। সেখানে সার্বিকভাবে পাশ করলেই পাশ।

কিন্তু এখন প্রত্যেক সেমেস্টারে পাশ না করলে পরের সেমেস্টারের সুযোগ থাকবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “কেউ পরীক্ষায় বসেইনি বা বসলেও শূন্য পেল বা ২-৩ নম্বর পেল। তাহলেও সে পাশ করে যাচ্ছে। তাতে সেমেস্টারে পড়ার যে আগ্রহ, সেটা হয়ত থাকবে না। এরকম কিছু মতামত আমরা পেয়েছিলাম। তার ভিত্তিতে আমরা বিভিন্ন শিক্ষক সংগঠন, এডুকেশনিস্টদের সঙ্গেও এ নিয়ে আমরা কথা বলেছি। ফিডব্যাক নিচ্ছি। কিছু মিটিংও করছি। আমরা এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এটা নিয়ে আমাদের একটা দ্বিধা রয়েছে বলেই সেমেস্টার সিস্টেম নিয়ে নোটিফিকেশন বেরিয়েছে। সিলেবাসও আপলোড হয়েছে। কোয়েশ্চন প্যাটার্ন আপলোড হয়েছে। কিন্তু কোথাও অ্যাসেসমেন্ট ইভেলুয়েশন ক্রায়টেরিয়া এখনও আপলোড হয়নি।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন