"অভিষেক একটা বাচ্চা ছেলে ..." বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বার উঠেছে দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি মামলায় তাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সিবিআই৷ এমনকি অভিষেকের স্ত্রী রুজিরাকেও জেরা করা হয়েছে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ই সরব হয়েছেন এবং তিনি শিলিগুড়ির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক একটা বাচ্চা ছেলে৷ ওর একটা ব্যবসা আছে৷ ইডি ওর ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে৷ কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না৷"