"অভিষেক একটা বাচ্চা ছেলে ..." বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 "অভিষেক একটা বাচ্চা ছেলে ..." বললেন মমতা বন্দ্যোপাধ্যায়



নিউজ ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বার উঠেছে দুর্নীতির অভিযোগ।  নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি মামলায় তাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সিবিআই৷ এমনকি অভিষেকের স্ত্রী রুজিরাকেও জেরা করা হয়েছে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ই সরব হয়েছেন এবং তিনি শিলিগুড়ির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক একটা বাচ্চা ছেলে৷ ওর একটা ব্যবসা আছে৷ ইডি ওর ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে৷ কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না৷"



এ দিন শিলিগুড়ির সভা থেকেও সিএএ নিয়ে মুখ খোলেন৷ অভিযোগ করেন, "সিএএ আসলে নির্বাচনের আগে বিজেপির ভাঁওতা"৷ আগামিকালই সিএএ চালু করার প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিলেও হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷তবে লোকসভা নির্বাচনের আগে এ দিন হাবড়া এবং শিলিগুড়ির দুই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে আত্মসমালোচনার সুরও। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও কথা থাকলে আমাকে সরাসরি বলুন। আমার কোনও ভুল থাকবে না এটা হতে পারে না। যারা কাজ করে, তাদের ভুল হয়। কিন্তু আমি চাই না আপনারা কোনও ভুল করুন।’

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন