উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল চাপা পড়ে মৃত্যু ১

নিউজ ডেস্ক - একদিকে দক্ষিণবঙ্গে রয়েছে গরম আবহাওয়া আর অন্যদিকে উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। গতকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি অন্যতম। আর সেই ঝড়ের জন্য গাছ চাপা পড়ে মৃত্যু হল একজনের । 

মৃতের নাম দ্বিজেন্দ্র নারায়ণ সরকার । তিনি মেখলিগঞ্জের বাসিন্দা। সূত্রের খবর, যে সময় ঝড় হচ্ছিল সেই সময় গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তিনি। এরপরই গাছের ডাল ভেঙে পড়ে তাঁর মাথার উপর। আর সেই ডাল চাপা মারা যান তিনি।

আরও জানা গিয়েছে, গতকাল জলপাইগুড়ি সদর ব্লকের পাশাপাশি ময়নাগুড়িতেও ঝড় ও শিলা বৃষ্টি হয়ছে। প্রায় ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে খবর। ভেঙেছে বাড়ি ঘর ভেঙেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। উল্লেখ্যযোগ্য বিষয় হল,গতকাল উত্তরের জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ। হাওয়া অফিস বলছে,ঝড়-বৃষ্টি হলেও গরমের দাপট চলতে থাকবে। আগামী দুই দিনে বঙ্গে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। কলকাতার পারা একেবারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে। চড়া রোদ, অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতাও।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন