আগামীকাল শুরু হতে চলেছে আইপিএল , প্রথম ম্যাচ হবে সিএসকে বনাম আরসিবি

নিউজ ডেস্ক - আইপিএলের (IPL) চালু হওয়ার সময়ে আসে গেল। আগামীকাল থেকে শুরু হতে চলেছে  ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলেই রয়েছে বদল। প্রথমত, এই মরসুমে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন বদলে গিয়েছে। আর মহেন্দ্র সিং ধোনিকে সিএসকের (CSK) নেতৃত্ব দিতে দেখা যাবে না। আইপিএল শুরু হওয়ার আগের দিন সিএসকের পক্ষ থেকে ঋতুরাজ গায়কোয়াড়কে টিমের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। টস করতে আর দেখা যাবে না ধোনিকে। দ্বিতীয়ত, নামে খানিক বদল হয়েছে আরসিবির (RCB)। আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিল বিরাট কোহলির টিমের নাম। সম্প্রতি তা বদলে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন ছন্দে ১০ ফ্র্যাঞ্চাইজি আইপিএল যুদ্ধর জন্য নেমে পড়বে আগামিকাল। 

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচটি (২২ মার্চ) আগামিকাল, শুক্রবার হবে।যা হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে। ভারতীয় সময় অনুসারে ম্যাচ শুরু হবে রাত ৮টায়। ম্যাচের আগে ৭টা ৩০ মিনিট নাগাদ টস হবে

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধে ৬টা ৩০ মিনিট থেকে। ম্যাচের মাঝখানেও অর্থাৎ মিড ইনিংসে থাকবে দর্শকদের জন্য বিনোদনের পসরা। সুইডিশ ডিজে অ্যাক্সওয়েল লাইভ পারফর্ম করবেন।



Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন