গ্যাসের পাইপলাইন পাতাকে কেন্দ্র করে উত্তেজনা মশাটে, ঘটনাস্থলে বিশাল পুলিশ

নিজস্ব সংবাদদাতা:  গ্যাসের পাইপলাইন পাতাকে কেন্দ্র করে উত্তেজনা মশাটে, ঘটনাস্থলে বিশাল পুলিশ

গ্যাসের পাইপ লাইন পাতা নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে চন্ডীতলার নবাবপুরের পাকুর মৌজা-কৃষ্ণরামপুরের জঙ্গলপাড়া মৌজায়।কোনো সরকারি নোটিশ ছাড়াই জেসিবি দিয়ে জমি খুঁড়তে গেলে কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা।চন্ডীতলা থানার পুলিশ র‍্যাফ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস নিয়ে যেতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় অধীন সংস্থা গেইল। গেইল এর ডিজিএম কনস্ট্রাকশন সুদীপ দাস বলেন,"পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল অ্যাক্ট ১৯৬২ সালের অধীন এই কাজ করা হচ্ছে।বিহার থেকে এই পাইপ লাইন হলদিয়া যাবে।বর্ধমানের পাইপলাইন পাতার কাজ শেষ হুগলিতেও প্রায় ৯০ শতাংশ কাজ হয়ে গেছে।চন্ডীতলায় কিছু সমস্যা হচ্ছে।নিয়ম অনুযায়ী জমির মালিকদের নোটিশ দেওয়া হয়।ভূমি অধিগ্রহণ দপ্তর থেকে শুনানি হয়।জমির দাম নির্ধারিত হয় তারপর এই কাজ হয়।পাইপ লাইন পাতা হলে জমি মালিকেরই থাকে।চাষাবাদ করতে পারে।পাইপের ক্ষতি হতে পারে এমন কিছু করা যায়না"।

গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে জানানোই হয়নি।অনেকেই কোন নোটিশ পাননি।হঠাৎ করেই এদিন দেখেন জমিতে জেসিবি নেবে মাটি খুঁড়তে শুরু করেছে।তাই তারা কাজ আটকে দেন।জমির ক্ষতিপূরণ কত দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ভয় দেখানো হচ্ছে জমি দেওয়ার জন্য এমনই অভিযোগ তাদের।আগে জমির ক্ষতি পূরন সঠিক দিতে হবে।কারন যে জমিতে পাইপ লাইন বসছে সেই জমির মূল্য কমে যাবে।বাড়ি ঘর বা কারখানার জন্য জমি বিক্রি করতে অসুবিধা হবে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন