লোকসভা ভোটের সাথে বাংলায় ২ বিধানসভা আসনে উপনির্বাচন, সময়সূচি ঘোষণা নির্বাচন কমিশনের


নিউজ ডেস্ক : ১৬ মার্চ অর্থাৎ আজ, শনিবার মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে লোকসভা ভোটের সময়সূচি  ঘোষণা করেন। মোট ৭ দফায় হতে চলেছে দেশের লোকসভা নির্বাচন। একই সাথে কমিশন জানান,"লোকসভা নির্বাচনের সঙ্গেই বিভিন্ন রাজ্যে হতে চলেছে উপনির্বাচনও। যে সমস্ত রাজ্যে উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে বাংলাও। এই রাজ্যে ২ দফায় হতে চলছে উপনির্বাচন। ২ দফায় মোট ২টি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। তৃতীয় দফায় উপনির্বাচন হবে মুর্শিদাবাদের ভগবানগোলায়। আর সপ্তম দফায় উপনির্বাচন হবে বরানগরে"।

মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ছিলেন ইদ্রিশ আলি। কিছুদিন আগেই তার  মৃত্যু হয়। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। একইসাথে সম্প্রতি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তাপস রায়। তিনি বরানগরের তৃণমূল এর বিধায়ক ছিলেন। তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি দলও ছাড়েন এক ই সাথে যোগ দেন গেরুয়া শিবিরে। ফলত, ওই কেন্দ্রেও উপনির্বাচনের দরকার পড়ে।পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও বেশকিছু রাজ্যে হতে চলেছে উপনির্বাচন। সেই তালিকায় রয়েছে বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, রাজস্থছান, কর্ণাটক ও তামিলনাড়ু।


Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন