বিশ্বমানব কল্যাণের শান্তি কামনার মধ্যে দিয়ে সমাপ্তি হল ঈসালে সওয়াব

নিউজ ডেস্ক :  বিশ্বমানব কল্যাণের শান্তি কামনার মধ্যে দিয়ে সমাপ্তি  হল ঈসালে সওয়াব

ভারতবর্ষের অন্যতম মুসলিম তীর্থস্থান ফুরফুরা শরীফে তিনদিন ব্যাপী ঐতিহাসিক ঈসালে সওয়াবের পরিসমাপ্তি ঘটল শুক্রবার। এই ঈসালে সওয়াব এবছর প্রায় ১৩৪ বছর অতিক্রম করল। ফুরফুরার পীর মোজাদ্দেদে জামান আবু বকর রহ.-কে বঙ্গ আসাম তথা বাংলাদেশের মানুষ দাদা হুজুর নামেই চেনেন। আর তিনি ঈসালে সওয়াবের প্রতিষ্ঠাতা। এই ঈসালে সওয়াব আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে শুরু হয়। আজ তা ব্যাপক রূপ ধারণ করেছে। 

এই ঈসালে সওয়াবে সব ধর্মালম্বী মানুষ আসেন। আসেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক নেতা নেতৃত্ব যদিও এবছর খুব বেশিও দেখা যায় না। তবে বেশ কিছু রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যায়। তিন দিনের এই ঈসালে সওযাব অনুষ্ঠানে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি করে লোক শামিল হন এই ঈসালে সওয়াবে। শুক্রবার ফজরের নামাজের পর জেকের ও দোয়ার মাধ্যমে ইসালে সওয়াব সমাপ্তি হয়। শেষ দোয়া করেন বড় হুজুর পীর কেবলা (রহ:) ছোট সাহেবজাদা পীর আব্দুল্লাহ সিদ্দিকী এবং ছোট দরবারে দুআ করেন পীর ইসমাইল সিদ্দিকী। এই দুয়ায়ি বিশ্ব মানব কল্যাণের শান্তি কমানা করা হয়।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন