নিউজ ডেস্ক - রবিবার সকাল থেকেই মুখভার ছিল উত্তরবঙ্গের আকাশের। আর সন্ধেবেলায় প্রায় এক ঘণ্টার ঝড়-বৃষ্টিতেই তছনছ উত্তরবঙ্গ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়িতে। ঝড়-বৃষ্টির তাণ্ডবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত আরও শতাধিক। কিন্তু আকাশে এখনও কালো মেঘ। আজ আরও বড় বিপদের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার উত্তরবঙ্গে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিসের দিক দিয়ে আগেই জানানো হয়েছিল, শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হবে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। শনিবার থেকেই বিভিন্ন জেলায় বৃ্ষ্টি শুরু হয়। রবিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, কিন্তু তা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে, তা ভাবতে পারেনি কেউ। আজও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের আগাম পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামিকাল উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Tags
Weather Report