উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার।এই প্রকল্পের অধীনে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বছরে ১২টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই ভর্তুকির টাকা জমা পড়ে।
২০২৪ সালের ৩১ মার্চ অবধি এই উজ্জ্বলা যোজনার মেয়াদ ছিল। কিন্তু মার্চ মাসের শুরুতেই কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আরও একটি অর্থবর্ষের জন্য এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে শুরু করে ২০২৫ সালের ৩১ মার্চ অবধি উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকরা ভর্তুকি পাবেন।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসেই কেন্দ্রের তরফে ১৪.২ কেজির সিলিন্ডারে ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল। আগামিকাল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষেও এই ভর্তুকি জারি থাকবে।