আরও একবছরের জন্য রান্নার গ্যাসের ভর্তুকি বাড়ানোর খবর দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে

নিউজ ডেস্ক - নতুন অর্থবর্ষের শুরু হওয়ার আগেই রান্নার গ্যাস নিয়ে বড় খবর দিল কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটবে গৃহস্থের মুখে। কেন্দ্রের তরফে জানানো হল যে, আরও এক বছরের জন্য ভর্তুকি বাড়ানো হল এলপিজি সিলিন্ডারে। অর্থাৎ নতুন অর্থবর্ষে ২০২৪-২৫-এও সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন।

উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার।এই প্রকল্পের অধীনে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বছরে ১২টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই ভর্তুকির টাকা জমা পড়ে।

২০২৪ সালের ৩১ মার্চ অবধি এই উজ্জ্বলা যোজনার মেয়াদ ছিল। কিন্তু মার্চ মাসের শুরুতেই কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আরও একটি অর্থবর্ষের জন্য এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে শুরু করে ২০২৫ সালের ৩১ মার্চ অবধি উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকরা ভর্তুকি পাবেন।


প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসেই কেন্দ্রের তরফে ১৪.২ কেজির সিলিন্ডারে ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল। আগামিকাল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষেও এই ভর্তুকি জারি থাকবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন