সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, শুক্রবার লোকসভা ভোটের প্রচার করছিলেন দেব। হুড খোলা গাড়িতে প্রচুর কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে প্রচার করেন তিনি। কেশপুর কলেজ গ্রাউন্ড থেকে শুরু হয় র্যালি। শেষ হয় কেশপুর বাসস্ট্যান্ডের কাছে। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে তুমুল গন্ডগোল হয় তৃণমূল কর্মী সমর্থদের মধ্যে। শুধু মাত্রও তাই নয়, আর সাথে চলে হাতাহাতিও। কে গাড়িতে দেবের সঙ্গে থাকবেন এই নিয়েই মূলত তৈরি হয় ঝামেলা।
একদিকে দেব যখন জন সংযোগ করছেন, সেই সময় তাঁরই সামনে তাঁর দলের সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতি করছেন। গাড়ি থেকে সে সব তিনি দেখলেন। শুধু তাই নয় একে অপরকে ধরে মারলেনও। গাড়ির উপর থেকেই দেব তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যস্ত ছিলেন ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতেই।
দেব বলেন , " আমার আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে কেশপুরের এই মিছিল। আমার গাড়ির সামনে সবাই থাকতে চায়। অন্য প্রার্থীদের সঙ্গে আমার একটা পার্থক্য রয়েছে। অনেকেই দেবেন ফ্যান রয়েছেন। তাঁরাও সামনে থাকতে চান। এ বলছে আমি সামনে থাকব। ও বলছে আমি থাকব। কিন্তু এটা না হলেই ভাল হত।"