নিউজ ডেস্ক -
বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) তুলে নিয়েছেন অজিঙ্ক রাহানে-মুশির খানরা। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে বিদর্ভর বিরুদ্ধে রঞ্জি ফাইনালে ফিল্ডিং করতে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আজ ছিল রঞ্জি ফাইনালের পঞ্চম দিন। তবু ও শুধু আজই নয়, গতকালও (রঞ্জি ফাইনালের চতুর্থ দিন) বিদর্ভর বিরুদ্ধে ফিল্ডিং করেননি শ্রেয়স। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, শ্রেয়সের পিঠের পুরনো চোট তাঁকে ভোগাচ্ছে। তাই অক্ষয় ওয়াদকারের বিদর্ভর বিরুদ্ধে ফিল্ডিং করেননি তিনি। শ্রেয়সের পিঠের স্ক্যানও করাতে হয়েছে। তাঁকে আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচে নাও পাওয়া যেতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছে। এরই মাঝে এ বার নেটদুনিয়ায় ভাইরাল শ্রেয়স আইয়ারের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মুম্বই রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে নাচ করছেন শ্রেয়স।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে দাঁড়িয়ে ছিলেন শ্রেয়স আইয়ার। তারপর গ্যালারি থেকে ঢোল বাজানোর আওয়াজ একটু জোরে হতেই নাচ করতে শুরু করে দেন শ্রেয়স আইয়ার।
অনেকেই আবার মুম্বই বনাম বিদর্ভর রঞ্জি ফাইনালের পর শ্রেয়স আইয়ারের নাচের ভিডিয়ো এবং তাঁর বিজয়ীর পুরস্কার নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নেটিজ়েনদের তাতে লিখেছেন, "সুস্থই তো দেখাচ্ছে শ্রেয়স আইয়ারকে।"