ফের বৃষ্টি বাংলা জুড়ে; দেখে নিন আজ ভিজবে কোন কোন জেলা

নিউজ ডেস্ক: শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বহু জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 




শনিবার রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনেরবেলা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২° সেলসিয়াস এবং রাতের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২° সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার মূলত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা বেশি। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতেও  বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির  সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।


হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ারে।

কলকাতায় শনিবার মূলত পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া। রবিবার আকাশ মেঘলা হতে পারে। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৭ - ৯০ শতাংশ। 

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন