নিউজ ডেস্ক: সেলিব্রিটি ক্রিকেট লিগ জয়ের মেজাজ কিছুতেই কাটছে না অভিনেতা যিশু সেনগুপ্তর। গত রবিবার তিরুবনন্তপুরমে শক্তিশালী কর্নাটক বুলডোজারকে ১২ রানে হারিয়ে ১০ বছরে প্রথমবার ট্রফি জেতে বেঙ্গল টাইগার্স। তারপর থেকেই স্বপ্নের জগতে ভাসছেন ক্যা্প্টেন যিশু সেনগুপ্ত-সহ গোটা দল। অভিনেতা নিজের মুখে বলেছেন, ‘অস্কার জিতলেও আমি এত খুশি হতাম না’। ট্রফি জিতে অঝোরে কাঁদলেও শনিবার তার মুখে ছিল চাওড়া হাসি। CCL এর ট্রফি জেতায় বেঙ্গল টাইগার্সদের চায়ের আড্ডায় ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের হাতে টিমকে সংবর্ধনা দিলেন । এদিন সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছেছিলেন যিশু, রাহুল, জ্যামি, বনি, সৌরভ প্রমুখ অভিনেতারা।
অন্যদিকে CCL এর সোনালি ট্রফি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন বেঙ্গল টাইগার্সের অধিনায়ক। এই ট্রফির রেপ্লিকা আলিপুর মিউজিয়ামে রাখার কথা জানান খোদ তৃণমূল সুপ্রিমো। বাংলার ঐতিহ্যবাহী তাঁতের স্টোল দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। এক ই সাথে তুলে দিলেন ফুলের তোড়া। কথা বলেন ফাইনাল ম্যাচের বিরোধী দলের সাথেও। শুধু এখানেই শেষ নয়, দিদির সামনে আবদার করে বসলেন যিশু। বললেন, ‘আমাদের এবার ইডেন গার্ডেন চাই। দিদি সব দল স্টেটের মাঠ পায়, আমরা পাইনি’। ওমনি অরূপ বিশ্বাসকে তলব করেন খোদ মুখ্যমন্ত্রী।এরপর জানান, ‘তোমরা জিতেছো এটা তো তোমাদের প্রাপ্য। নিশ্চয় ইডেন গার্ডেন পাবে’। আগামী বছর জানুয়ারিতে বসবে সিসিএলের নতুন সিজন। প্রথম ম্যাচে বিজয়ী বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হবে সোহেল খানের মুম্বই হিরোস।