প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান যে ,মদের আসরেই বন্ধুদের মধ্যে কোনও ঝামেলা হয়। কথা কাটাকাটির মধ্যে চলে গুলি। গুরুতর আহত হন একুশ বছরের পতীত। স্থানীয় বাসিন্দারাই তাঁকে দ্রুত উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিউরি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয়।
ঘটনায় শোকের ছায়া নেমে পড়েচ্ছে পরিবারের উপর। শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এরসাথে খবর গিয়েছে পুলিশেও। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কাছে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার সময় মৃত যুবকের সঙ্গে ওই ছাদে যে বন্ধুরা ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের এক আত্মীয় বলছেন, "ওদের মধ্যে কী হয়েছিল তা তো ঠিক জানি না। ওরা তো একসঙ্গে বসে মদ খাচ্ছিল। ওদের কাছে পিস্তল ছিল বলে শুনেছি। কে এনেছিল তাও জানি না। পতীতের মুখে গুলি লেগেছে। আমরা এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে আনছিলাম। রাস্তাতেই মারা গিয়েছে।"