বাড়ির ছাদে বসে আড্ডা দেওয়ার সময়ে গুলি লেগে মৃত্যু হয়ে এক যুবকের , অভিযুক্ত বাকি দুই বন্ধু

নিউজ ডেস্ক - বাড়ির ছাদে বসে তিন বন্ধুর মিলে আড্ডা দিচ্ছিল সাথে ছিল মদ।  কিন্তু,মদ্যপানের আসরেই চলে গুলি। তাতেই তিন বন্ধুর মধ্যে একজনের মৃত্যু হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত আড়ং গ্রামে। ওই এলাকায় বসেছে হরিনাম সংকীর্তনের আসর। চারপাশে উৎসবের মেজাজ। সূত্রের খবরে জানা যাচ্ছে যে, এরইমধ্যে এলাকারই যুবক প্রসেনজিৎ বাউরির বাড়ির ছাদে বসেছিল মদের আসর। সেখানেই ছিলেন পতীত পবন মণ্ডল। গুলি লেগেছে তাঁর গায়ে। কিন্তু, কীভাবে গুলি চালোনার ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। 

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান যে ,মদের আসরেই বন্ধুদের মধ্যে কোনও ঝামেলা হয়। কথা কাটাকাটির মধ্যে চলে গুলি। গুরুতর আহত হন একুশ বছরের পতীত। স্থানীয় বাসিন্দারাই তাঁকে দ্রুত উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিউরি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয়।

ঘটনায় শোকের ছায়া নেমে পড়েচ্ছে পরিবারের উপর। শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এরসাথে খবর গিয়েছে পুলিশেও। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কাছে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার সময় মৃত যুবকের সঙ্গে ওই ছাদে যে বন্ধুরা ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের এক আত্মীয় বলছেন, "ওদের মধ্যে কী হয়েছিল তা তো ঠিক জানি না। ওরা তো একসঙ্গে বসে মদ খাচ্ছিল। ওদের কাছে পিস্তল ছিল বলে শুনেছি। কে এনেছিল তাও জানি না। পতীতের মুখে গুলি লেগেছে। আমরা এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে আনছিলাম। রাস্তাতেই মারা গিয়েছে।"  

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন