চন্ডীতলার বনমালীপুর থেকে ১২০০ লিটার চোলাই মদ সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে চন্ডীতলা রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর বিশ্বজিৎ ভক্তের নেতৃত্বে ইন্সপেক্টর জয়ন্ত বোস টিম নিয়ে অভিযান চালায় চন্ডীতলার বনমালীপুরে। সন্দেহজনক একটি ম্যাটাডর থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১২০০ লিটার চোলাই মদ।
ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও চোলাই মদ সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তরের আধিকারিকরা। চন্ডীতলা এক্সাইড স্টেশনের ইন্সপেক্টর জয়ন্ত বোস জানিয়েছেন, গাড়ির নাম্বার দেখে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর। আগামীতেও এই অভিযান চলবে।