Dankuni Press Club: ইফতারে মজলিসে সম্প্রীতির বার্তা দিল ডানকুনি প্রেস ক্লাব

সেখ আব্দুল আজিম, ৩১শে মার্চ: ইফতারে মজলিসে সম্প্রীতির বার্তা দিল ডানকুনি প্রেস ক্লাব। এদিন ডানকুনি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মজলিসে ইফতারের আয়োজন করা হয়।

প্রায় সব রকম ফল সহ হালিমও ছিল ইফতারের মেনুতে। ক্লাবের কোষাধক্ষ্য সেখ মাবুদ আলি নিজ হাতে হালিম রান্না করে পরিবেশন করে। নির্ধারিত সময় ৫:৫৬ নাগাদ খেজুর ও পানীয় জল খেয়ে রোজা খোলেন মাবুদ আলি। 

উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সহ সম্পাদক হাসিবুল মোল্লা সহ অন্যান্য সদস্যরা। ক্লাব সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় জানান, রমজান মাসে রোজা রাখেন মুসলিমরা। তবে আমরা মানব ধর্মে বিশ্বাসী তাই ক্লাব সদস্যরা মিলে ইফতারে অংশগ্রহণ করে সম্প্রীতির বার্তা দিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন