"EVM ১০০ শতাংশ সুরক্ষিত....." ইভিএম বির্তকে মুখ খুললেন নির্বাচন কমিশনার রাজীব কুমার
নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই রাজনীতির পারদ চড় চড় করে বাড়ছে। ইভিএম প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ৪০ বার ইভিএম নিয়ে মামলা দেখেছে। ইভিএম চুরি হয়ে যায়, ইভিএম খারাপ হয়ে যায়, ভোট কারচুপি করা হয়, ১৯ লক্ষ ইভিএম নিখোঁজ। ইভিএম নিয়ে কখনও বলা হয়েছে রিগিং হয় না, কখনও বলা হয়েছে একটির বদলে ৫টি ভিভিপ্যাড গণনা করুন। আমরা সব করেছি। এখন জরিমানাও করা হচ্ছে। দিল্লি কোর্ট ১০ হাজার টাকা জরিমানা করেছে। সুপ্রিম কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা করেছে।”
তিনি আরও যোগ করেন, “ইভিএম কখনও হ্যাক হওয়া সম্ভব নয়। বারবার এটা প্রমাণ হয়েছে। যে কেউ সোশ্যাল মিডিয়ায় ইভিএম নিয়ে বসে যায়, এদের অনেকে তো এক্সপার্টও হয়ে গিয়েছেন। কীসের এক্সপার্ট জানি না। ওনারা একটা বাক্স নিয়ে বসেন, একটা বোতাম টিপলে নাকি অন্য স্লিপ বের হচ্ছে। আপনারা যতবার প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। ইভিএমের কারণেই অনেক রাজনৈতিক দল অস্তিত লাভ করেছে। সব ইভিএমের তিনবার মক পোল হয়। প্রার্থীদের সামনেই মক পোল হয়। আমাদের ওয়েবসাইটে ইভিএম নিয়ে ঘনঘন করা প্রশ্ন ও তার উত্তর রয়েছে। দয়া করে সেটা অন্তত করুন।”