নিউজ ডেস্ক- যাত্রীবাহী টোটো তে ধাক্কা ডাম্পারের,মৃত ছয় গুরতর জখম এক।ঘটনা তারকেশ্বর-চুঁচড়া ২৩ নম্বর রোডের গুরাপের কংসারিপুর মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে ২৩ নম্বর রোড ধরে একটি ডাম্পার গুরপা স্টেশনের দিকে যাচ্ছিল অন্যদিকে গুরপারে ভাস্তরা এলাকা থেকে একটি টোটো গুরপা স্টেশনের দিকে যাচ্ছিল সেই সময় গুরাপের কংসারিপুর মোড়ে যাত্রী বোঝাই টোটো তে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি।
পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা স্থলেই মৃত্যু হয় তিন জনের।চালক সহ বাকি চার জনকে গুরতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। সেখানেও তিন জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।মৃত দের নাম পরিচয় উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Tags
hooghly