নিউজ ডেস্ক: হুগলির গুড়াপের দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলো রাজ্য। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন পরিবারদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সমবেদনা জানান ও বলেন, “টাকা দিয়ে কোনও মৃত্যুর ক্ষতিপূরণ করা যায় না। তা সত্ত্বেও আমরা সাধ্য মতো পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম।”
উল্লেখ্য যে গত মঙ্গলবার সকালে গুড়াপের কংসারিপুর মোড়ের ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে বর্ধমানমুখী একটি ডাম্পার ধাক্কা মারে টোটোকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী সমেত সেই টোটোটি ডাম্পারের নিচে ঢুকে যায়। এই খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পুলিশের পাশাপাশি স্থানীয়রা ডাম্পারের নিচে থাকা ৭ জন আহতদের উদ্ধারে করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও চিকিৎসকরা ঘটনাস্থলেই ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। শুধু তাই নয়, বাকি ২জনের ও মৃত্যু হয়। সূত্রের খবর, মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে ছিল। যদিও পুলিশ থাকায় ঘটনাস্থলেই ওই ডাম্পার চালককে গ্রেপ্তার করা হয় ।