সেখ আব্দুল আজিম: ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হুগলী উত্তরপাড়ার কানাইপুরে প্রেস কর্নারের শুভ সূচনা হয়ে গেল।
এদিন হুগলীর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রেস কর্নারের ফিতে কেটে শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন উপস্থিত ছিলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিন রাজ্যের একাধিক পত্র পত্রিকা সহ নিউজ পোর্টাল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রীকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক বীরেন্দ্র রায়। ফুল দিয়ে অভিনন্দিত করেন সাংবাদিক ভরত কুমার ঝা ও সাংবাদিক কাজী জিয়ায়ুল হক।
মন্ত্রী বলেন, হগলী জেলার কানাইপুরে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স অ্যাশলসিয়েশনের ১টি কেন্দ্রীয় অফিস এখানে উদ্বোধন হল এবং নিউজ পোর্টালের বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হুগলী জেলার কানাইপুরের ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর একটি কেন্দ্রীয় অফিস এখানে উদ্বোধন হলো, নিউজ পোর্টাল ও বিভিন্ন চ্যানেলের অধিকাংশ সাংবাদিকরা উপস্থিত আছেন। নির্বাচনের মধ্যেই এই অফিস উদ্বোধনের মধ্যে আমি আমন্ত্রিত হিসেবে এসেছি।
তিনি আরও জানান তিনি পোর্টাল সাংবাদিকদের গুরুত্ব আছে তাই নিউজ পোর্টাল সাংবাদিকদেরও একটি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং বলেন কিছু সংবাদমাধ্যম বিরোধীদের মুখপাত্র হিসেবে কাজ করছে।
সেক্ষেত্রে তিনি সংবাদমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করার অনুরোধ করেন। তার পাশাপাশি হুগলী উত্তরপাড়া প্রেস কর্ণারে সমস্ত সাংবাদিকদোর হার্দিক শুভেচ্ছা জানান।
সংগঠনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী বলেন, এই প্রেস কর্ণার জেলার সমস্ত সাংবাদিক বন্ধুদের জন্যেই, পোর্টাল সাংবাদিকদের গুরুত্ব দিনে দিনে বাড়তে থাকলেও এক ছাদের তলায় আশার প্রয়োজন ছিল। সংগঠনের এই ছাদ সংগঠন এর গুরুত্ব বাড়াবে এবং সমস্ত সাংবাদিকদের একত্রিত কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে।।