লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিতে নিয়োগ RFCL এর


নিউজ ডেস্ক - ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করবে রামাগুন্ডম ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (RFCL)। যেসব প্রার্থীরা আগ্রহী তারা আগামী ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।আবেদন করতে হবে RFCL-এর অফিসিয়াল ওয়েবসাইট rfcl.co.in-এ গিয়ে।

RFCL ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার এবং কেমিক্যাল ল্যাব-সহ মোট ২৭টি পদে প্রার্থী নিয়োগ করবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের একটি কপি রেজিস্টার্ড পোস্টের  সাহায্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। 

ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে B.Tech বা BE ডিগ্রি মতো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সিনিয়ার কেমিস্ট পদের জন্য এমএসসি কেমিস্ট এর ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে এমডি বা এমএস ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছর বাধ্যতামূলক। কিন্তু এসসি, এসটি প্রার্থীদর জন্য বয়সে ছাড় রয়েছে

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন