নিউজ ডেস্ক - গত বছরেও রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা আইপিএলের ট্রফির আক্ষেপ মেটাতে পারেননি। কিন্তু অবশেষে স্মৃতি মান্ধানার টিম সেই আক্ষেপ মেটাল।
এই বছর তারকা ক্রিকেটাররা পুরো টুর্নামেন্টেই ভালো পারফর্ম করেছেন। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনবদ্য লড়াই রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিলের মতো নতুন তারাদের। ফাইনালের মঞ্চেও দুর্দান্ত বোলিং শ্রেয়াঙ্কার। তেমনই ব্যাট হাতে স্বভাববিরুদ্ধ ইনিংস রিচার। তিনি পাওয়ার হিটার হলেও ফাইনালের মঞ্চে এলিস পেরির সঙ্গে ম্যাচ জেতানো ইনিংস খেলেই মাঠ ছাড়েন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রিচা, তার এক মাত্র কারণ তাঁর ব্যাটেই যে উইনিং শট এসেছে ।
ফাইনালের মঞ্চে ৪ উইকেট নেওয়া শ্রেয়াঙ্কা পাটিল বলছেন, "সমর্থকরা এতদিন শুধু বলে এসেছেন ই-সালা কাপ নামদে (এ বার কাপ আমাদের), এ বার সত্যিই আমরা ট্রফি জিতলাম। এই ট্রফি সমর্থকদের জন্যই। প্রত্যেকটা দিন পরিশ্রম করেছি, প্রতিটা ম্যাচ জেতার জন্য সর্বস্ব দিয়েছি। সমর্থকদের এই উপহারটাই দিতে চেয়েছিলাম।" উইকেটের পিছনে দুর্দান্ত পারফরম্যান্স রিচা ঘোষের। বাংলার এই কিপার এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগেও চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন, স্টাম্পিং এবং রান আউট করেছেন। তেমনই ব্যাট হাতেও বড় অবদান রেখেছেন।
রিচা যখন ব্যাটিংয়ে আসেন, সাথে ছিলেন এলিস পেরির মতো কিংবদন্তি অলরাউন্ডার। ফাইনালের মঞ্চে একটু নার্ভাস থাকাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন হয়ে রিচা বলছেন, "শুরুতে একটু নার্ভাস ছিলাম। পেরি আমাকে সাহায্য করেছে। গত মরসুমে আমাদের পারফরম্যান্স হতাশার ছিল। এ বার ফাইনালে ওঠা এবং চ্যাম্পিয়ন হওয়া। প্রচুর পরিশ্রম করেছি। ভগবানও সাহায্য করেছে।"