আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ,বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রাম। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছবে কলকাতার পারদ। সূত্রের খবর,বাঁকুড়ার তাপমাত্রা ৪২-২৩ ডিগ্রিতে পৌঁছতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে।আসানসোল-মেদিনীপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা।
আজ পানাগড় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ৪০.০ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর–৪০.০ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, দমদমে৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস , আলিপুরে–৩৭.১ ডিগ্রি সেসিয়াস তাপমাত্রা রয়েছে ।
অপরদিকে, গতকালই উত্তরের ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। তার মধ্যে ছিল দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা বাতাস বইবে। বাকি সব জেলায় হলুদ সতর্কতা। কাল-পরশুও উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।