নিউজ ডেস্ক: গরমের লাগাতার ব্যাটিং প্রাণ ওষ্ঠাগত বঙ্গের বাসিন্দাদের। চাঁদিফাটা রোদে সকাল ১০ কার পর থেকে বাইরে বেরোনো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তাপমাত্রার পারদ ৪০ ছাড়িয়ে ক্রমশই উর্দ্ধমুখী। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে কলেজপড়ুয়াদের সাময়িক রেহাই দিতে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে তীব্র গরমের এবং তাপপ্রবাহের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত কলেজে ক্লাস সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লাস সাময়িক ভাবে বন্ধ থাকবে।
পাশাপাশি গত ২২ এপ্রিল থেকেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। তাপপ্রবাহ না কমলে সেই ছুটির মেয়াদ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিন একইসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দিয়ে স্কুলগুলির উদ্দেশে জানানো হয়েছে, যে এখনও পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলছে। আপতত তার ইতি হওয়ার পূর্বাভাস নেই। তাই স্কুলগুলি চাইলে তারা গরমের ছুটি বজায় রাখতে পারেঅথবা অনলাইনে ক্লাস করাতে পারেন।