লোকসভা নির্বাচনে সব বুথেই ওয়েব কাস্টিং করার সিদ্ধান্ত কমিশনের

নিউজ ডেস্ক- ২০২৪ এর লোকসভা ভোট যাতে নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। আর এবারের লোকসভা নির্বাচনে সব বুথেই ওয়েব কাস্টিং করার সিদ্ধান্ত কমিশনের। ২০১৯ সালের লোকসভা ভোটে ৫১.৩ শতাংশ ওয়েব কাস্টিং করা হয়েছিল। এবার সেই পরিধি আরও বাড়িয়ে সব বুথেই ওয়েব কাস্টিংয়ের ভাবনা নির্বাচন কমিশনের। জানা যাচ্ছে, যেসব জায়গায় ইন্টারনেটের সমস্যা হবে, সেই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। ফলে ভোটের সময় নির্বাচন কমিশনের তরফে প্রতিটি বুথে বুথে নজরদারি চালানোর কাজ আরও সহজ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি জানা গেচ্ছে মিনি টর্নেডোর কারণে একাধিক সমস্যা হলেও, উত্তরবঙ্গের ভোটেও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখতে চাইছে কমিশন।

ওয়েব কাস্টিং ব্যবস্থা বলতে বোঝায় লাইভ স্ট্রিমিং। অর্থাৎ, কোন বুথে কী চলছে, ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সেই সবের উপর নজর রাখা আরও সহজ হয়ে যায় নির্বাচন কমিশনের জন্য। কোথাও যদি কোনও অনভিপ্রেত ঘটনা ঘটে, তা সরাসরি কমিশনের অফিস থেকে দেখতে পাওয়া যায় এর মাধ্যমে। যেসব জায়গায় ইন্টারনেটের সমস্যা হবে, সেই সব জায়গায় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। ফলে কোথাও কোনও ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে পারবে কমিশন এবং প্রয়োজন মতো কুইক রেসপন্স টিম বা কিউআরটিকে সেখানে পাঠানো যাবে।


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন